জেনেভা মোটর শো মাতাচ্ছে চীনা ব্র্যান্ড
2024-02-29 19:15:24

ফেব্রুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: মানসম্পন্ন গাড়ি এবং নতুন প্রযুক্তি নিয়ে সোমবার শুরু হওয়া জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শোতে সবার নজর কেড়েছে চীনা গাড়ি নির্মাতারা।

সুইস শহরটিতে শতাব্দী প্রাচীন প্রদর্শনীটি শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি, চলবে ৩ মার্চ পর্যন্ত।

গাড়ির বাজারে একটি বড় মাপের সূচক হিসেবে কাজ করে এই প্রদর্শনী। এবারের ইভেন্টে বৈদ্যুতিক গাড়িগুলোর আধিপত্যই বেশি। কিছু গাড়িতে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ।

জেনেভা মোটর শোতে চীনের উপস্থিতি বাড়লেও আগের প্রদর্শনীগুলোর চেয়ে এবার অংশগ্রহণকারীর সংখ্যা কম। ২০টি গাড়ি নির্মাতার এ প্রদর্শনী মোট ২ লাখ দর্শক দেখতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

গাড়িশিল্প সংশ্লিষ্টরা বলছেন, পশ্চিমা গাড়ি প্রস্তুতকারকরা এখন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নির্মাণের উচ্চ খরচ এবং প্রযুক্তিগত পরিবর্তনের কারণে প্রদর্শনীতে তাদের উপস্থিতি কমেছে।

ইতোমধ্যে, উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের চীনা বৈদ্যুতিক গাড়িগুলো ধীরে ধীরে ইউরোপীয় বাজারে প্রসারিত হচ্ছে এবং অনেকের পছন্দের গাড়িতে পরিণত হয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।