সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সম্মেলনে সরকারি কাজের প্রতিবেদন নিয়ে আলোচনা
2024-02-29 18:54:29

ফেব্রুয়ারি ২৯: চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরো আজ (বৃহস্পতিবার) আয়োজিত সম্মেলনে রাষ্ট্রীয় পরিষদের সরকারি কাজের প্রতিবেদন নিয়ে আলোচনা করেছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং সম্মেলনে সভাপতিত্ব করেছেন।

সম্মেলনে বলা হয়, এ বছর হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বছর। এসময় স্থিতিশীলভাবে বিভিন্ন কাজ জোরদার করতে হবে। সম্পূর্ণ, সঠিক ও সার্বিকভাবে নতুন উন্নয়নের ধারণা বাড়াতে হবে। সার্বিকভাবে উচ্চ মানের উন্নয়ন বেগবান করতে হবে। সার্বিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ গতিশীল করতে হবে। অভ্যন্তরীণ চাহিদার সমন্বয় এবং সরবরাহ ও চাহিদার কাঠামোমূলক সংস্কার গতিশীল করতে হবে। নতুন শহরায়ন ও গ্রামীণ পুনরুজ্জীবন উন্নীত করতে হবে। উচ্চ মানের উন্নয়ন ও উচ্চ মানের নিরাপত্তার মান সমন্বয় করতে হবে।

এ ছাড়া, আধুনিক শিল্প ব্যবস্থার নির্মাণ জোরদার করতে হবে। বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে দেশকে চাঙ্গা করার কৌশল গভীরভাবে বাস্তবায়ন করতে হবে। কার্যকরভাবে গুরুত্বপূর্ণ খাতের ঝুঁকি প্রতিরোধ করতে হবে। পরিবেশগত সভ্যতার নির্মাণ শক্তিশালী করা এবং সবুজ ও স্বল্প-কার্বন উন্নয়ন প্রচার করা উচিত।

(ছাই/তৌহিদ)