পরিবেশগত সভ্যতার নির্মাণকে শক্তিশালী করা এবং সবুজ ও স্বল্প-কার্বনের উন্নয়নের প্রচার করা প্রয়োজন।
2024-02-29 18:05:36

ফেব্রুয়ারি ২৯: আগামী ৩১ মার্চ থেকে চীনা ও মার্কিন এয়ারলাইন্স প্রতি সপ্তাহে মোট ১০০টি নির্ধারিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করতে পারবে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন ব্যুরোর আজ (বৃহস্পতিবার) আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, বর্তমান আন্তর্জাতিক নির্ধারিত যাত্রীবাহী ফ্লাইট ৬৪টি দেশে যাতায়াত করে। এরমধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড’ সংশ্লিষ্ট দেশ রয়েছে ৪৮টি।

প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান চলাচল প্রশাসন ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ কেন্দ্রের উপপরিচালক তাই জুন বলেন, বর্তমান চীন থেকে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও ইতালিসহ ২২টি দেশের মধ্যে পরিচালিত বিমানের সংখ্যা মহামারীর আগের অবস্থায় পুনরুদ্ধার হয়েছে। এ ছাড়া পাঁচটি নতুন দেশ যুক্ত হয়েছে। দেশগুলো হলো: কুয়েত, লুক্সেমবুর্গ, তানজানিয়া, সার্বিয়া ও পাপুয়া নিউ গিনি।

তাই জুন বলেন, পরবর্তী ধাপে বেসামরিক বিমান চলাচল ব্যুরো সম্পদের যোগান বৃদ্ধি করবে এবং অনুমোদন প্রক্রিয়া আরও উন্নত করবে। দেশি ও বিদেশি বিমান চলাচল কোম্পানিগুলোকে বাজারের চাহিদা অনুযায়ী শক্তি বৃদ্ধিতে সমর্থন করা হবে। এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটগুলো নিশ্চিত করা এবং পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে হবে।

(ছাই/তৌহিদ)