বসন্ত উত্সবের পরিবহন আরও এক সপ্তাহ চলবে, সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে চেষ্টা করছে বিভিন্ন বিভাগ
2024-02-29 18:44:29

ফেব্রুয়ারি ২৯: আজ (বৃহস্পতিবার) ২০২৪ সালের বসন্ত উত্সবের পরিবহনের ৩৫তম দিন। বসন্ত উত্সবের পরিবহনের শেষ এক সপ্তাহে রেল, বিদ্যুত্ ও সিভিল এভিয়েশনসহ বিভিন্ন বিভাগ যাতায়াত সুনিশ্চিত করার চেষ্টা করছে।

চীনের জাতীয় রেল কোম্পানির পরিসংখ্যানে বলা হয়, গতকাল (বুধবার) গোটা চীনে রেলপথে যাত্রীসংখ্যা ছিল এক কোটি পাঁচ লাখ ১৭ হাজার। পরিবহনকাজ নিরাপদ, স্থিতিশীল ও সুশৃঙ্খলভাবে হয়েছে। আজ (বৃহস্পতিবার) গোটা চীনে রেলযাত্রীর সংখ্যা হবে এক কোটি দুই লাখ ৫০ হাজার।

 

যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে জাতীয় রেল গোষ্ঠীর চিন নান ব্যুরো পৃথক পৃথকভাবে চিনান স্টেশন, ছিংতাও স্টেশন এবং লিনই উত্তর স্টেশনে ছাত্রছাত্রী ও শ্রমিকদের আলাদা টিকিট বিক্রির জানালা খুলেছে, যাতে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষার সময় কিছুটা কমানো যায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)