ছাংশায় প্রস্তুত অত্যাধুনিক টানেল খনন মেশিন
2024-02-28 19:31:38

ফেব্রুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য চীনের হুনান প্রদেশে উন্মোচিত হয়েছে চীনের তৈরি একটি টানেল খনন মেশিন। সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ইয়াংচৌ নামের বিশালাকার এ যন্ত্র।

সুবিশাল খনন যন্ত্রটি চিনতাংয়ের সমুদ্রতলে টানেল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ইয়াংচৌ।

এ প্রকল্পে চৌশানের চিনতাং দ্বীপের সঙ্গে ১৬ কিলোমিটার দূরে থাকা নিংবোর উপকূলীয় অঞ্চলকে সংযুক্ত করবে এটি। আর এ কাজে যন্ত্রটিকে খুঁড়তে হবে ১১ কিলোমিটারেরও কিছু বেশি পথ।

তবে এ প্রক্রিয়ায় ব্যতিক্রমী ব্যাপারটা হলো দুপাশ থেকে দুটো টানেল খনন করতে করতে এগিয়ে আসবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।