গ্রহণযোগ্যতা পেল চীনের তৈরি প্রথম সিমুলেশন মহাকাশ স্টেশন
2024-02-28 19:28:21

ফেব্রুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হেইলংচিয়ানের হারবিনে তৈরি হলো দেশের নিজস্ব গ্রাউন্ড সিমুলেশন স্পেস স্টেশন। মহাকাশ ও কক্ষপথের পরিবেশের সিমুলেশন ঘটানো ও এ সংক্রান্ত গবেষণার অবকাঠামো রয়েছে এতে। মঙ্গলবার গ্রহণযোগ্যতার বিচারে পাস করেছে ভূমিতে স্থাপিত এ সিমুলেশন মহাকাশ স্টেশন।

মহাকাশে ব্যবহৃত নানা উপকরণ এবং সেখানে বিদ্যুৎ চৌম্বকীয় গবেষণায় কাজে আসবে স্টেশনটি।

হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি এবং চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন যৌথভাবে এটি নির্মাণ করেছে। এটি মহাকাশের মোট ৯টি পরিবেশের সিমুলেশন ঘটাতে পারবে। যার মধ্যে রয়েছে প্লাজমা তৈরি, কণার বিকিরণ এবং সৌর বিদ্যুৎচুম্বকীয় রেডিয়েশন।

চীনের মহাকাশ খাতের একটি প্রধান বৈজ্ঞানিক স্থাপনা এটি। সেইসঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের এটিই প্রথম বড় বৈজ্ঞানিক অবকাঠামো।

হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির মহাকাশ, পরিবেশ ও বস্তুগত বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের প্রধান লি লিই বলেছেন, এই মহাকাশে নভোযান যাওয়ার আগেই এ সংক্রান্ত অনেক পরীক্ষা এই ভূমি স্টেশনটিতে করা যাবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।