ছেংতুতে বৃহৎ হিমাগার প্রকল্পের কাজ চালু
2024-02-28 19:30:42

ফেব্রুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে একটি সুবিশাল হিমাগার লজিস্টিক অবকাঠামো প্রকল্পের নির্মাণ সম্প্রতি পুরোদমে শুরু হয়েছে। এই কোল্ড-চেইন লজিস্টিক খাতকে ঘিরে মালবাহী ট্রেনগুলোও আবার চলতে শুরু করেছে।

এই প্রকল্পের অধীনে সিচুয়ানের ছেংতুতে ইউহু গ্রুপের পরিচালনায় ৪০০ কোটি ইউয়ানের (৫৫ কোটি ডলার) ট্রেডিং সেন্টারের নির্মাণকাজও প্রায় শেষের দিকে। এই বছরের শেষ নাগাদ যা চালু হবে বলে আশা করা হচ্ছে।

ইউহু হিমাগার চেইন ট্রেডিং সেন্টারটি হলো চীনজুড়ে থাকা প্রায় ১০০টি লজিস্টিক বেসগুলোর একটি। যা ছিল চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ।

একটি বিস্তৃত ও আধুনিক পরিষেবাযুক্ত শিল্প সংক্রান্ত বাণিজ্যিক অবকাঠামো তৈরির লক্ষ্যেই এটি নির্মাণ করা হচ্ছে। এই লজিস্টিক পরিষেবা ছেংতুর বৈদেশিক বাণিজ্যে আনবে নতুন গতি। বিশেষ করে এই কোল্ড-স্টোরেজ থেকে ট্রেনে করে তাজা খাদ্যপণ্য দ্রুত পৌঁছাবে বিদেশের বাজারগুলোতে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।