তিব্বতি ছাগলের সফল ক্লোন
2024-02-28 19:08:42

ফেব্রুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা সম্প্রতি সফলভাবে তিব্বতি ছাগলের ক্লোন করেছেন।

উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের প্রাপ্তবয়স্ক ছাগলের দেহের কোষ থেকে দুটি জীবিত তিব্বতি ছাগলের ক্লোন করেছেন বিজ্ঞানীরা। ছিংহাই মালভূমির এই বিশেষ ছাগলের জাতকে বিলুপ্তি থেকে রক্ষা করার প্রচেষ্টার অংশ হিসাবে এই সাফল্য এসেছে।

নর্থওয়েস্ট এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির এক গবেষণা দলের নেতৃত্বে এই ক্লোন সম্পন্ন হয়।

প্রথম জন্ম নেওয়া ক্লোন করা ছাগলটির ওজন ৩.৪ কিলোগ্রাম এবং এটি  সুস্থ অবস্থায় রয়েছে। গবেষণা দলের প্রধান সু চিয়ানমিন জানান এই গবেষণা কাজ মালভূমির কঠোর পরিবেশে এই প্রজাতির টিকে থাকার জন্য অভিযোজন প্রক্রিয়া বুঝতে সহায়তা করবে।

তিব্বতি ইয়াক এবং ছাগলের উপর ভ্রূণ প্রকৌশল প্রয়োগ প্রযুক্তি গবেষণা চালানোর জন্য সু-এর দল ২০১৮  সাল থেকে সিনিং পৌর এলাকার প্রাণীদের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করছে।

শান্তা/ফয়সল