চীনা সভ্যতার প্রদর্শনী পরিদর্শন করলেন বিদেশী সাংবাদিকরা
2024-02-28 19:26:49

ফেব্রুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ব্রাজিল এবং ভারতসহ আরও বেশ কয়েকটি দেশের সাংবাদিকরা চীনের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে অনুষ্ঠিত চীনা সভ্যতার প্রদর্শনী পরিদর্শন করেছেন।

মঙ্গলবার ২৫টি বিদেশী গণমাধ্যমের ৩৩ জন সাংবাদিকের একটি দল এই পরিদর্শন করেন।চীনা সভ্যতা এবং প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের উপর একটি আলোচনায় অংশগ্রহণের উদ্দেশ্যে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তারা।  

চীনা একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের অধীন ইতিহাস অধ্যয়ন বিভাগের পরিচালক প্রত্নতাত্ত্বিক ওয়াং ওয়েইয়ের আমন্ত্রণে এই প্রদর্শনী পরিদর্শন করেন সাংবাদিকরা। 

চাইনিজ একাডেমি অব হিস্ট্রি দ্বারা প্রতিষ্ঠিত এই জাদুঘরে প্রদর্শন করা হয় ছয় হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া