অখণ্ড জাতীয় বাজার প্রতিষ্ঠায় ন্যায্য প্রতিযোগিতার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর
2024-02-27 19:24:40

 

ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনে নতুন উন্নয়ন দৃষ্টান্ত প্রতিষ্ঠা এবং উচ্চ-মানের উন্নয়নে সমর্থন যোগানোর লক্ষ্যে একটি অখণ্ড জাতীয় বাজার গড়ে তোলার ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।

সোমবার রাষ্ট্রীয় পরিষদ অর্থাৎ মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করার সময় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি অখণ্ড জাতীয় বাজার নির্মাণকে এগিয়ে নিতে চীনের বিদ্যমান সুবিধাগুলো, যেমন বাজারের অতি বৃহৎ আকার, উৎপাদনের উপাদানগুলোর প্রাচুর্য এবং সম্পূর্ণ শিল্প ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে হবে এবং সেইসঙ্গে অর্থনৈতিক প্রবাহের মূল প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে হবে।

তিনি বলেন, অখণ্ড বাজার প্রতিষ্ঠা এবং ন্যায্য প্রতিযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এমন নীতি ও বিধিবিধানগুলো বাতিল করা প্রয়োজন।

লি ছিয়াং আরও বলেন, বাজারে প্রবেশের বাধা, বাজারের বিভাজন এবং বিনিয়োগে বিশৃঙ্খলার মতো সমস্যাগুলোর মোকাবেলার জন্য আরও বড় প্রচেষ্টা নিতে হবে।

 রহমান/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি