হেবেই প্রদেশে বরফ ভেঙে মাছ ধরছেন জেলেরা
2024-02-27 19:20:41

ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হেবেই প্রদেশের লুয়ান্নান কাউন্টিতে বরফ ভেঙে প্রায়  ৭৩৩ হেক্টর অঞ্চলজুড়ে মাছ ধরছেন মৎসজীবীরা।

পেশাদার জেলেরা ওয়েডার বা মাছ ধরার এক ধরনের পোশাক পরে, জাল ব্যবহার করে মাছ ধরছেন এবং বাছাই করেন। জালের মাছগুলোকে পানি থেকে তোলা হয় ক্রেন দিয়ে। আর চমৎকার এ মাছ ধরা দেখতে স্থানীয়রা ভিড় করেন স্থানটিতে।

সাম্প্রতিক বছরগুলোতে লুয়ান্নান কাউন্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে বৃদ্ধি পেয়েছে জলজ সম্পদ। এর ফলে স্থানীয়দের আয় বৃদ্ধির পাশাপাশি আরও বিকশিত হয়েছে গ্রামীণ অর্থনীতি।

স্থানীয় সরকারের মতে, কাউন্টির পুকুরগুলোতে প্রতি বছর কমপক্ষে ১০ মিলিয়ন কিলোগ্রাম মিঠা পানির মাছ উৎপাদিত হয়, যার মধ্যে রয়েছে গ্রাস কার্প, সিলভার কার্প এবং ক্রুশিয়ান। এ অঞ্চল থেকে মাছ ধরে বেইজিং, থিয়েনচিন, থাংশান এবং অন্যান্য প্রদেশগুলো বাজারে সরবরাহ করা হয়।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি।