কী রহস্য আছে প্রাচীন রানীর সমাধিতে?
2024-02-27 19:18:00

ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: প্রাচীন চীনের শাং রাজবংশের (খ্রিস্টপূর্ব ১৬০০-১০৪৬ অব্দ) একজন রানী ফু হাও। তিনি শুধু রানীই ছিলেন না, পাশাপাশি ছিলেন চীনের প্রথম নারী সামরিক জেনারেল। তার সমাধি  থেকে পাওয়া সামগ্রী এখন পরিণত হয়েছে ইনসু জাদুঘরের প্রধান আকর্ষণে।

মধ্য চীনের হ্যনান প্রদেশের আনইয়াং সিটিতে সোমবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে ইনসু মিউজিয়াম।

এখানে শাং রাজবংশের সময়কার রাজধানী ইনের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত নিদর্শনগুলো প্রদর্শন করা হচ্ছে।

এই ধ্বংসাবশেষে রানী ফু হাও এর সমাধি  হলো শাং রাজবংশের সময়কার একমাত্র সুসংরক্ষিত সমাধি। ১৯৭৬ সালে এই সমাধি প্রথম আবিষ্কৃত হয়। ফু হাও নামের শাব্দিক অর্থ হলো ভালো নারী।

তার সমাধিতে প্রাপ্ত যে নিদর্শনগুলোর প্রতি জাদুঘরে আগত দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হলো ব্রোঞ্জের তৈরি অস্ত্রশস্ত্র যেগুলো নিয়ে ফু হাও যুদ্ধে যেতেন, হাড়ের তৈরি বেশ কিছু অলংকার যেগুলো তিনি ব্যবহার করতেন এবং তার সন্তানরা মায়ের সম্মানে যেসব সামগ্রী উৎসর্গ করেছিল।

বীর সামরিক জেনারেল হিসেবে ফু হাও যেমন বিখ্যাত ছিলেন তেমনি নারী সুলভ সৌন্দর্যের জন্য তিনি খ্যাতি পেয়েছিলেন। সমাধিতে পাওয়া গেছে হাতির দাঁতের তৈরি পাত্র এবং বাঘের প্রতিকৃতি।

তিনি স্বামী উ তিং এর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা করতেন।

শান্তা/রহমান

তথ্য: সিসিটিভি