চীনে রেকর্ড উচ্চতায় জার্মান বিনিয়োগ
2024-02-27 19:22:22

ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালে চীনে জার্মান কোম্পানিগুলোর সরাসরি বিনিয়োগ পৌঁছেছে প্রায় ১২ বিলিয়ন ইউরোতে। রেকর্ড পরিমাণ বিনিয়োগের এ তথ্য জানা গেছে জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জার্মানি থেকে চীনে সরাসরি বিনিয়োগ এর আগের বছরের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৩ বেড়েছে।

গত তিন বছর ধরেই চীনে জার্মান বিনিয়োগ ছিল এর আগের ৫ বছরের সমান। ২০২৩ সালে চীনে জার্মানির বিনিয়োগ ছিল দেশটির মোট বিদেশি বিনিয়োগের ১০ শতাংশেরও বেশি। ২০১৪ সালের পর যা ছিল সর্বোচ্চ।

চীনে জার্মান চেম্বার অব কমার্স জানুয়ারিতে একটি বার্ষিক ব্যবসায়িক আস্থা সংক্রান্ত সমীক্ষা প্রকাশ করে। ৫৬৬টি সদস্য কোম্পানির তথ্য নেওয়া হয় এতে। প্রতিবেদনে বলা হয়, সমীক্ষায় অংশ নেওয়া কোম্পানিগুলোর ৯০ শতাংশেরও বেশি চীনা বাজারে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। তাদের অর্ধেকেরও বেশি আগামী দুই বছরে চীনে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি।