বিদেশি বিনিয়োগকারীদের আরও উন্নত সেবা দেবে চীন
2024-02-27 19:29:05

ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন বিদেশি বিনিয়োগকারীদের আরও ভালো সেবা প্রদান অব্যাহত রাখবে। সোমবার বেইজিংয়ে সিঙ্গাপুরের রয়্যাল গোল্ডেন ঈগল (আরজিই) গ্রুপের চেয়ারম্যান সুকান্তো তানোটোর সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন চীনের ভাইস প্রিমিয়ার হ্য লিফেং।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং ও সুকান্তো চীনের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছেন। এ ছাড়া দুদেশের বাণিজ্যের গভীরতর সংস্কার, উন্মুক্তকরণ, ও চীনে বিদেশি ব্যবসার বিকাশ নিয়েও আলাপ করেন তারা।

ভাইস প্রিমিয়ার বলেন, চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার একটি ইতিবাচক গতিপথে এগোচ্ছে। একটি নতুন উন্নয়নের বিন্যাসের হাত ধরে গতি বাড়ছে নির্মাণের। এতে করে চীনে বিদেশি উদ্যোগের জন্য আরও সুযোগ তৈরি করছে।

তিনি বলেন, একটি বাজার ও আইন-ভিত্তিক বিশ্বমানের ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে চীন সবসময় উন্নত সেবা প্রদান অব্যাহত রাখবে।

সুকান্তো তানোতো বলেছেন, তিনি চীনা বাজার এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং চীনে বিনিয়োগ সম্প্রসারণ অব্যাহত রাখবেন।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন