এ বছর মহাকাশ মিশনে ১০০টি উৎক্ষেপণ পরিচালনা করবে চীন
2024-02-27 19:27:34

ফেব্রুয়ারি, ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরে মহাকাশে নিজের অস্তিত্ব বড় আকারে জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীন।

২০২৪ সালে মহাকাশ লক্ষ্য করে পরিচালিত হবে ১০০টি উৎক্ষেপণ মিশন। সোমবার এমনটা জানিয়েছে চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন।

সংস্থাটির নির্দেশিকা অনুযায়ী চীনের মহাকাশ স্টেশনে দুটি পণ্যবাহী ও দুইটি মনুষ্যবাহী যান যাত্রা করবে করবে। এর মধ্যে দুটি আবার আবার চীনে ফিরেও আসবে।

চীনের চন্দ্রাভিযানের কর্মসূচিতে চাঁদ ও পৃথিবীর মাঝে থাকবে যোগাযোগ স্যাটেলাইট ছুয়েছিয়াও-২। চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানে যাওয়া ছাং-ই ৬ কাজ করতে সেখানকার নমুনা সংগ্রহ ও তথ্য বিশ্লেষণে। আর সেই নভোযানের সঙ্গে পৃথিবীর যোগাযোগ সহজ করবে ছুয়েছিয়াও।

এই বছরেই চীন প্রায় ৩০০টি কৃত্রিম উপগ্রহ পাঠাবে কক্ষপথে। যেগুলোর কাজ হবে সমুদ্রের পানির লবণাক্ততা এবং পৃথিবীর বিদ্যুৎচৌম্বকীয় ক্ষেত্র পর্যবেক্ষণ করা।

-রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।