কেন্দ্রীয় কমিটি ও প্রেসিডেন্ট সি’কে প্রতিবেদন দিলেন সিপিসি কর্মকর্তারা
2024-02-27 19:25:37

ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি সিপিসি কেন্দ্রীয় কমিটি ও কমিটির মহাসচিব সি চিনপিংয়ের কাছে তাদের কাজের প্রতিবেদন জমা দিয়েছেন।

কর্মকর্তাদের মধ্যে ছিলেন, রাজনৈতিক ব্যুরো এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সদস্য। এ ছাড়া, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির নেতৃস্থানীয় পার্টির সদস্যও ছিলেন। রাজ্য পরিষদ এবং চীনা জনগণের রাজনৈতিক পরামর্শদাতার পাশাপাশি সুপ্রিম পিপলস কোর্ট এবং সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের নেতৃস্থানীয় পার্টি সদস্য সচিবরাও ছিলেন।

প্রতিবেদন পড়ার পর, চীনের আধুনিকীকরণে মনোনিবেশ করা এবং সবার দায়িত্ব ভালোভাবে পালন করার পাশাপাশি রাজনৈতিক দায়িত্ববোধকে শক্তিশালী করে চীনকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার আহ্বান জানান প্রেসিডেন্ট সি।

উল্লেখ্য চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দেশের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ বছর। এ পরিপ্রেক্ষিতে ২০তম সিপিসি জাতীয় কংগ্রেসের এবং ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় অধিবেশনের নির্দেশিকা সম্পূর্ণরূপে বাস্তবায়নে জোর দেন সি।

সি পি সি সিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে পার্টি-ব্যাপী শিক্ষা প্রচারণার মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে একীভূত ও প্রসারিত করার জন্য, সমস্ত ফ্রন্টে নতুন উন্নয়ন দর্শনকে সম্পূর্ণ ও বিশ্বস্তভাবে বাস্তবায়ন করতে এবং বোর্ড জুড়ে সংস্কারকে গভীরতর করার জন্য নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

পুনরুদ্ধারের পথে থাকা অর্থনীতিটাকে গতিশীল ও শক্তিশালী করে জনগণের মঙ্গল আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান সি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।