ইইউ বাণিজ্য প্রধানের সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর আলাপ
2024-02-27 19:34:10

ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রীপর্যায়ের চলমান বৈঠকের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং কমিশনার ফর ট্রেড ভ্যালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে আলোচনা করেছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও। মঙ্গলবার চীনা বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউটিও’র ১৩তম মন্ত্রীপর্যায়ের এ সম্মেলনে চীন-ইইউ বাণিজ্য সম্পর্ক এবং অর্থনৈতিক ও বাণিজ্যের অভিন্ন উদ্বেগগুলো নিয়ে মত বিনিময় করেছেন তারা।

আলাপে ওয়াং বলেন, চীন ও ইইউ, উভয়ই বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার সমর্থক। বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সংস্কার, মৎস্য খাতে ভর্তুকি, বিনিয়োগ সুবিধা এবং ই-কমার্সে বাস্তবসম্মত ফলাফল অর্জনের সুযোগ ব্যবহার নিয়েও আলাপ করেন তারা।

ফয়সল/শান্তা