চীনের শাং রাজবংশের রাজধানীতে নতুন জাদুঘর ভবন উদ্বোধন
2024-02-26 19:04:19

ফেব্রুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: খৃষ্টপূর্ব ১৬০০ অব্দ থেকে ১০৪৬ অব্দ পর্যন্ত চীন শাসনকারী শাং রাজবংশের শেষ রাজধানী ইয়িনের ধ্বংসাবশেষ জাদুঘরের একটি নতুন ভবন সোমবার আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মধ্য চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরে অবস্থিত জাদুঘরটির নতুন ভবনে ব্রোঞ্জ ও মৃৎশিল্পের তৈজপত্র, জেড দিয়ে তৈরি জিনিসপত্র, ওরাকল হাড়ের শিলালিপিসহ প্রায় ৪ হাজার বস্তু বা সাংস্কৃতিক নিদর্শন প্রদর্শন করা হচ্ছে।

নতুন ভবনটিতে তিনটি স্থায়ী প্রদর্শনী, চারটি থিমযুক্ত প্রদর্শনী এবং একটি ডিজিটাল অভিজ্ঞতা প্রদর্শনী রয়েছে, যার সবই শাং সভ্যতাকেন্দ্রিক। এটি রাজনীতি, সামরিক বিষয়, কৃষি, হস্তশিল্প, লেখালেখি, নগর নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে শাং রাজবংশের মহান অর্জনের একটি দৃশ্য উপস্থাপন করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়ার মতো আধুনিক প্রযুক্তির সাথে প্রাচীন নিদর্শন, ঐতিহাসিক নথি এবং ওরাকল হাড়ের শিলালিপি একত্রিত করে জাদুঘরটি দর্শনার্থীদেরকে শাং সভ্যতার বৈশিষ্ট্য তুলে ধরছে।

প্রদর্শিত নিদর্শনগুলো, যেমন মধ্য-শাং রাজবংশের ব্রোঞ্জের তৈজসপত্র, সমাধিস্থ বস্তুর সেট, ওরাকল হাড়ের ১১০টিরও বেশি টুকরো এবং ইয়িন ধ্বংসাবশেষ থেকে পাওয়া ২৩টি ঘোড়ার গাড়ি ৩ হাজার বছর আগের প্রাচীন চীনের ব্রোঞ্জ সভ্যতার মহিমাকে তুলে ধরেছে।

যেখানে ইয়িন ধ্বংসাবশেষ রয়েছে সেটিই হলো চীনের প্রথম নথিভুক্ত শাং রাজবংশের রাজধানী। প্রত্নতাত্ত্বিক খনন এবং ওরাকল হাড়ের শিলালিপি বিশ্লেষণে এটা নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।

 রহমান/শান্তা