হ্যনানে মন্দির মেলা
2024-02-26 18:56:01

ফেব্রুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যচীনের হ্যনান প্রদেশে জমজমাট মন্দিরমেলা প্রচুর সংখ্যক দর্শককে আকর্ষণ করেছে। সদ্য সমাপ্ত লণ্ঠন উৎসব উপলক্ষে হ্যনান প্রদেশের সুনসিয়ান কাউন্টিতে রোববার লোকজ মন্দির মেলার আয়োজন করা হয়। চীনে নববর্ষ, লণ্ঠন উৎসব ইত্যাদি লোকজ উৎসবের সময় স্থানীয় পার্ক, খোলা চত্বর, ঐতিহাসিক স্থাপনা ইত্যাদির প্রাঙ্গণে বসে মন্দির মেলা।

সুনসিয়ান কাউন্টির এই মন্দিরমেলায় শেহুয়ো প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেহুয়ো হলো লোকজ নানা রকম শিল্পকলা। এর মধ্যে রয়েছে ড্রাগন নাচ, সিংহ নাচ, ঐতিহ্যবাহী চীনা অপেরা, ড্রাম বাজানো ইত্যাদি।

এই মেলায় হ্যনান প্রদেশের বিভিন্ন স্থানের লোকজ শিল্পীরা তাদের শৈলী প্রদর্শন করেন।

শান্তা/রহমান