উপকূলীয় পরিবেশ রক্ষায় শতাধিক ‘সুন্দর উপসাগর’ নির্মাণ করছে চীন
2024-02-26 19:00:39

ফেব্রুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: উন্নত ও আধুনিক উপকূলীয় পরিবেশ, আকর্ষণীয় পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে চলতি বছর ১০০টিরও বেশি ‘সুন্দর উপসাগর’ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। দেশটির বাস্তুতন্ত্র ও পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

‘সুন্দর উপসাগর’ বলতে মূলত বোঝানো হয়েছে উপকূলীয় অর্থনীতির প্রবৃদ্ধি, উপকূলীয় পরিবেশের উন্নয়ন, স্থানীয় নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করণ এবং ‘সুন্দর চীন’ নীতি বাস্তবায়ন করা।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতোমধ্যেই এ প্রকল্পের আওতায় ১০০ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে চীন সরকার।

উপকূলীয় প্রদেশ ও শহরগুলোর আর্থিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ২০২১  সালেই ‘সুন্দর উপসাগর’ নির্মাণের কাজ শুরু করে চীন। দেশটিতে এ পর্যন্ত শিয়ামেন, শেনচেন, ছিংতাও এবং অন্যান্য শহরগুলোর ২০টিরও বেশি উপসাগরকে ‘সুন্দর উপসাগর’ নির্মাণের সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে মনে করা হয়।

সাম্প্রতিক এক পর্যবেক্ষণের তথ্য দেখা গেছে, এ উদ্যোগ গ্রহণের ফলে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দেশজুড়ে ১০২টি উপসাগরের পানির গুণমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২০২৭ সালের মধ্যে চীনের ২৮৩ টি উপসাগরের প্রায় ৪০ শতাংশ পরিষ্কার পরিবেশ, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং মানবজাতি ও প্রকৃতির মধ্যে সুসম্পর্কের বৈশিষ্ট্যযুক্ত ‘সুন্দর উপসাগর’ হিসেব গড়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি