মুনাফা বৃদ্ধি পেয়েছে চীনের চলচ্চিত্র শিল্পের
2024-02-26 19:09:34

ফেব্রুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালে চীনের চলচ্চিত্র বাজারে ১১ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান মুনাফা অর্জিত হয়েছে, যা  ২০২২ সালের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি। দেশটির প্রধান চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিককালে বিশ্বব্যাপী ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীনা চলচ্চিত্র। চীনা চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড ভাঙছে এবং আন্তর্জাতিক সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।

২০২৩ সালে সবচেয়ে বেশি লাভ করেছে এমন পাঁচটি চীনা চলচ্চিত্র কোম্পানি হলো - ওয়ান্ডা ফিল্ম, এনলাইট মিডিয়া, চায়না ফিল্ম, এইচজি এন্টারটেইনমেন্ট এবং শাংহাই ফিল্ম। এই সবগুলো প্রতিষ্ঠানই ১০০ মিলিয়ন ইউয়ানের বেশি  লাভের কথা জানিয়েছে। এর মধ্যে ওয়ান্ডা ফিল্ম জানিয়েছে, কোম্পানিটির বার্ষিক লাভের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।

যদিও আয়ের এ তথ্য কোম্পানিগুলোর প্রাথমিক হিসাবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

চীনের বক্স অফিস ট্র্যাকার দেংটার প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছর চীনের চলচ্চিত্র বাজার আরও অধিকহারে আয় করছে। বিশেষ করে চীনা চান্দ্র নববর্ষের ছুটিতে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চারটি চলচ্চিত্রের আয় বক্স অফিসে রেকর্ড করেছে। এই চারটি চলচ্চিত্র মিলে ইতোমধ্যেই মোট আয় করেছে ১০ বিলিয়ন ইউয়ান।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি