চীনে জনপ্রিয়তার শীর্ষে থাকা ৫টি ফোল্ডেবল স্ক্রিন মোবাইল ফোন
2024-02-26 19:07:19

ফেব্রুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালে চীনে ফোল্ডেবল স্ক্রিন মোবাইল ফোন বিক্রি হয়েছে ৭ মিলিয়ন ইউনিট, যা ২০২২ সালের তুলনায় ১১৪ দশমিক ৫ শতাংশ বেশি।

মূলত দেশটিতে গবেষণা ও উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করার পাশাপাশি দাম কমানোর ফলে গ্রাহকরা ফোল্ডেবল স্ক্রিন মোবাইল ফোন কিনতে আগ্রহী হচ্ছেন। গ্লোবাল মার্কেট কনসালটেন্সি সংস্থা আইডিসি এসব তথ্য জানিয়েছে।

গেল বছর ফোল্ডেবল স্ক্রিন মোবাইল ফোনের বাজারে শীর্ষ স্থান দখলে রেখেছিল চীনা ব্রান্ড হুয়াওয়েই। প্রতিষ্ঠানটি মোট বিক্রি হওয়া ফোল্ডেবল স্ক্রিন মোবাইল ফোনের ৩৭ দশমিক ৪ শতাংশ এ কম্পানির। দ্বিতীয় স্থানে রয়েছে অপো।

২০২৩ সালে চীনা বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোল্ডেবল স্ক্রিন মোবাইল ফোনগুলো হলো-

১. হুয়াওয়েই: জনপ্রিয় মডেলগুলোর মধ্যে রয়েছে Huawei Mate Xs 2 এবং Huawei P50 Pocket.

২. অপো: জনপ্রিয় মডেল- OPPO Find N এবং OPPO Find N Flip.

৩. সিয়াওমি: জনপ্রিয় মডেল- Xiaomi Mi Mix Fold 2 এবং Xiaomi Mi Mix Flip.

৪. স্যামসাং: জনপ্রিয় মডেল- Samsung Galaxy Z Fold 4 এবং Samsung Galaxy Z Flip 4.

৫. মটোরোলা: জনপ্রিয় মডেল- Motorola Razr 3 এবং Motorola Razr 5G.

শুভ/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি।