ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেছে চীনের তৈরি তেল গ্যাস অনুসন্ধান জাহাজ
2024-02-26 18:56:52

ফেব্রুয়ারি ২৬, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের শানতোং প্রদেশের বন্দর শহর ইয়ানথাই থেকে শনিবারে একটি বিশাল ফ্লোটিং প্রোডাকশন স্টোরেজ অ্যান্ড অফলোডিং (এফপিএসও) জাহাজ ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এটি মূলত একটি তেল গ্যাস অনুসন্ধান জাহাজ, যা ব্রাজিলের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি পেট্রোব্রাসের মালিকানাধীন। বিশালাকৃতির এই জাহাজটি নির্মাণ করেছে ‘চায়না ইন্টারন্যাশনাল মেরিন কন্টেইনার গ্রুপ’। এর দৈর্ঘ্য ৩৪১ দশমিক ২ মিটার এবং প্রস্থ ৭৭ মিটার।

এই জাহাজটি প্রতিদিন ১ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল এবং ১২ মিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলনে সক্ষম।

এছাড়াও বিশাল এই জাহাজটি  ১ দশমিক ৪৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সঞ্চয় করতে পারে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি