পান্ডা পরিবারকে বিদায় জানাতে হাজির মেয়র
2024-02-25 19:10:59

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: স্পেনের একটি চিড়িয়াখানায় প্রিয় পান্ডা পরিবারকে বিদায় জানাতে সম্প্রতি এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। মাদ্রিদে ওই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরটির মেয়র হোসে লুইস মার্টিনেজ আলমেইদা।

পান্ডা জুটি বিং সিং এবং হুয়া চুই বা এবং তাদের তিন শাবক ছুলিনা, ইয়ো ইয়ো ও চিউ চিউ ২৯ ফেব্রুয়ারি স্পেন থেকে চীনের ছেংতুর উদ্দেশ্যে উড়াল দিবে। অবশ্য আগামি কয়েক মাসের মধ্যেই ছেংতু থেকে নতুন পান্ডা জুটি স্পেনে এসে পৌঁছাবে।

বিং সিং এবং ছুই বা ২০০৭ সালে ছেংতু জায়ান্ট পান্ডা প্রজনন ও গবেষণা কেন্দ্র থেকে মাদ্রিদে আসে। এখানে তারা ছয়টি শাবকের জন্ম দেয়। চায়না ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি অনুসারে পান্ডারা ফেরত যাচ্ছে। ২০১০ ও ২০১৩ সালে জন্ম নেয়া তিনটি শাবক ইতোমধ্যেই চীনে ফিরে গেছে।

বাবা মায়ের সঙ্গে ২৯ তারিখে চীনে ফিরবে আরও তিনটি শাবক। এদের মধ্যে ছুলিনার জন্ম ২০১৬ সালে। যমজ শাবক ইয়ো ইয়ো এবং চিউ চিউ এর জন্ম ২০২১ সালে।

বিদায় অনুষ্ঠানে মেয়র হোসে লুইস মার্টিনেজ বলেন, তাদের বিদায় দিতে ঠিক তেমনি কষ্ট লাগছে  যেমনটি প্রিয়জনকে বিদায় দেয়ার সময় মনে হয়। তবে এই মজার ভালুকগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অনেক বেশি আনন্দ নিয়ে আসে।

বিদায় অনুষ্ঠানে স্পেনে চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালে মাদ্রিদের জু অ্যাকোয়ারিয়াম প্রথমবারের মতো পান্ডা জুটিকে স্বাগত জানায়। এর চারবছর পর জন্ম নেয় শাবক ছু লিন। বন্দী অবস্থায় সেই প্রথমবারের মতো ইউরোপে পান্ডা শাবকের জন্ম হয়।

শান্তা/রহমান