৯৩ শতাংশ মানুষ বলছে চীনের অর্থনীতিই বিশ্বের ভরসা: জরিপ
2024-02-25 19:12:28

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনৈতিক শক্তি ও সম্ভাবনার প্রশংসা করেছে বিশ্বের ৯৩ শতাংশ মানুষ। তারা বিশ্বাস করে চীনের শক্তিশালী অর্থনীতির হাত ধরে প্রাণ ফিরে পাবে বিশ্ব টালমাটাল অর্থনীতি। সম্প্রতি সিজিটিএন’র সঙ্গে নিউ এরা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এবং রেনমিন ইউনিভার্সিটির এক যৌথ জরিপে জানা গেল এ তথ্য।

৯ হাজার ৩০ জনের ওপর চালানো এ জরিপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, চিলি এবং ভিয়েতনামের নাগরিকরা।

এবারের বসন্ত উৎসবে চীনের অর্থনীতিতে ‘রেকর্ড ভাঙা’ শব্দটি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে অভ্যন্তরীণ পর্যটকদের আনাগোনা ছিল ৪৭ কোটি ৪০ লাখ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। মোট ব্যয়ও ছিল ৬৩২ বিলিয়ন ৭০ কোটি ইউয়ান, যা আগের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি। এমন আরও অনেক সূচকেও রেকর্ড গড়েছে চীন। এ সময় কার্যকর হয়েছে বেশক’টি ভিসা-মুক্ত নীতি। যা বিশ্বের অনেক দেশকেই চীনে বসন্ত উৎসব উদযাপন করার সুযোগ দিয়েছে।

জরিপ অনুসারে, বিশ্বব্যাপী উত্তরদাতাদের ৮০ দশমিক ৩ শতাংশ চীনের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির প্রশংসা করেছেন। তারা বিশ্বাস করেন দেশটি বিশ্বের জন্য আরও সুবিধা বয়ে আনবে। উত্তরদাতাদের ৮৫ ভাগ বিশ্বাস করেন, চীনের অর্থনীতি দীর্ঘমেয়াদী ইতিবাচক এবং স্থিতিশীল উন্নয়নের গতি বজায় রাখবে।

চীনের অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধার আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা বাড়িয়েছে বলেও জরিপের ফলাফলে জানানো হয়। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফোরামের রিপোর্ট বলছে, ২০২৩ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে। এ সময় চীন বৈশ্বিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে ৩২ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে ৭৩ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, চীনের ব্যবসায়িক পরিবেশ বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। একইসংখ্যক অংশগ্রহণকারীর মতে, চীন ভবিষ্যতে বিশ্বের কাছে আরও বেশি উন্মুক্ত থাকবে। যার ফলে সবার জন্যই তৈরি হবে নতুন সুযোগ।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।