দক্ষিণ চীন সাগরে প্রতিবেশগত ধ্বংসের মিথ্যা দাবির নিন্দা চীনের
2024-02-25 19:29:18

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরের ‘প্রতিবেশ ধ্বংস’ নিয়ে মিডিয়ার মিথ্যা খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিপাইনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র। শনিবার তিনি এ কথা বলেন।

চীন ২০১২ সাল থেকে একটি দ্বীপের নির্মাণকাজ এবং অতিরিক্ত জলজ সম্পদ আহরণ করে দক্ষিণ চীন সাগরের ২১ হাজার একর প্রবাল প্রাচীর ধ্বংস করেছে বলে অভিযোগ করে আসছে একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক।

চীনা মুখপাত্র বলেন, ওই থিঙ্ক ট্যাঙ্কটি কয়েকটি স্যাটেলাইটের ছবি দিয়ে মনগড়া একটি প্রতিবেদন করেছে এবং কয়েক বছর ধরেই মিথ্যাচার চালিয়ে আসছে। এই জাতীয় প্রতিবেদন বাস্তবসম্মত বা যাচাইযোগ্য নয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চীন বরাবরই নানশা দ্বীপপুঞ্জ, প্রবাল ও এ সংলগ্ন পানির প্রতিবেশগত পরিবেশ রক্ষায় গুরুত্ব দেয়।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।