স্বর্ণ কিনতে ব্যাংকে ছুটছেন চীনারা
2024-02-25 19:22:50

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চান্দ্রবর্ষের শুরুতেই বেড়েছে স্বর্ণের কেনাবেচা। বিশেষ করে নতুন বছরের প্রতীক ড্রাগনের আদলে তৈরি স্বর্ণালঙ্কারের বিক্রি বেড়েছে। আর এসব কিনতে ব্যাংকগুলোতেই ভিড় করছেন চীনের ক্রেতারা।

চীনের অনেক ব্যাংক নিয়ে এসেছে সোনার তৈরি ড্রাগনবর্ষের পদক, স্বর্ণের কয়েন এবং সৌভাগ্যের প্রতীক সম্বলিত সোনার ব্রেসলেট।

চীনে ব্যাংকের মাধ্যমে স্বর্ণ বিক্রি বেড়ে যাওয়ার কারণ জানিয়ে স্থানীয় এক ক্রেতা জানালেন, স্বর্ণের ক্ষেত্রে ব্যাংক বেশি নির্ভরযোগ্য। এতে জাল হওয়ার আশঙ্কা থাকে না।

ভোক্তাদের আকৃষ্ট করতে কিছু ব্যাংক হেয়ারপিন, লক চার্ম এবং ব্রেসলেটসহ বিয়েতে ব্যবহৃত নানা গয়নাও এনেছে। এ ছাড়া কেউ সাজিয়েছে সাংস্কৃতিক-থিমযুক্ত গয়নার পসরা।

বেইজিং-এর ব্যাংক কর্মীরা বলছেন, গত বছরের একই সময়ের তুলনায় সোনার গয়নার লেনদেন ৩০ শতাংশের বেশি বেড়েছে।

কিছু ব্যাংক গ্রাহক টানতে বিনামূল্যে অলঙ্কার নিরাপদে রাখার সেবা দিচ্ছে বিনামূল্যে। কেউ আবার দিচ্ছে পুনরায় গয়না কিনে নেওয়ার প্রতিশ্রুতি।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।