লণ্ঠন উৎসবে শেহুয়ো প্রতিযোগিতা
2024-02-25 19:17:04

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন জুড়ে শনিবার পালিত হয়েছে লণ্ঠন উৎসব। বিভিন্ন রীতি রেওয়াজের মধ্য দিয়ে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এই উৎসব পালিত হয়। উত্তর পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল নিংসিয়া হুই এর কুইয়ুয়ান সিটিতে অনুষ্ঠিত হয় জাতীয় শেহুয়ো প্রতিযোগিতা।

ঐতিহ্যবাহী শেহুয়ো প্রতিযোগিতায় ড্রাগন নাচ, সিংহ নাচ, ঐতিহ্যবাহী চাইনিজ অপেরা, ড্রাম বাজানো এবং নানা রকম লোকজ পরিবেশনার আয়োজন করা হয়।

শেহুয়ো এক ধরনের লোকজ ঐতিহ্যবাহী মেলা। চীনা বর্ষপঞ্জি অনুসারে নতুন বছরের প্রথম মাসের ১৫তম দিনে অথবা লণ্ঠন উৎসবের দিনে এই মেলার আয়োজন করা হয়। উত্তর চীনের বিভিন্ন স্থানে এই শেহুয়ো মেলা আয়োজিত হয় যেখানে লোকজ সংস্কৃতির বিভিন্ন আয়োজন ও নানা রকম প্রতিযোগিতার ব্যবস্থা থাকে।

শান্তা/রহমান