ঐতিহ্যবাহী মাখন ভাস্কর্য
2024-02-25 19:19:34

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ঐতিহ্যবাহী মাখন ভাস্কর্য উৎসব উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের সিয়াহ্য কাউন্টির লাবরাং মঠে অনুষ্ঠিত হয়েছে। লাবরাং মঠ হলো তিব্বতি বৌদ্ধদের গেলুং শাখার ছয়টি মর্যাদাপূর্ণ মঠের অন্যতম। প্রতি বছর এই মঠে মাখন-ননী দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়। শনিবার লণ্ঠন উৎসবে এই মাখন ননীর ভাস্কর্য তৈরি করা হয়। এদিন সৌভাগ্য ও ভালো ফসলের জন্য প্রার্থনা করা হয়।

মাখন ভাস্কর্য তিব্বতি বৌদ্ধ ঐতিহ্যের একটি রীতি।

শান্তা/ফয়সল