বিশ্বব্যাপী এলএনজি বাজারের গতি নির্ধারক হয়েছে চীন
2024-02-25 19:24:17

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শিল্পখাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগের কারণে আগামী চল্লিশের দশক পর্যন্ত তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আন্তর্জাতিক বাজার বাড়তে থাকবে। জ্বালানি নিয়ে সম্প্রতি বহুজাতিক তেল-গ্যাস কর্পোরেশন শেল প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস করা হয়েছে।

‘এলএনজি আউটলুক ২০২৪’ নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি হিসাবে চীনের শিল্পখাতে কয়লার বদলে গ্যাসের ব্যবহার বাড়ছে, যার প্রভাবে ২০৪০ সাল নাগাদ এলএনজির বৈশ্বিক চাহিদা ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের গ্যাস অবকাঠামোর উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে – একথা জানিয়ে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, চাহিদা ও অবকাঠামোর উন্নয়ন চীনকে বিশ্বব্যাপী এলএনজি বাজারের ভারসাম্য বজায় রাখার নিয়ামকে পরিণত করেছে।

এতে আরও বলা হয়েছে, দীর্ঘমেয়াদে চীনে গ্যাস ও এলএনজির চাহিদা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এবং সরবরাহের বৈচিত্র্যও প্রবৃদ্ধির একটি প্রধান বৈশিষ্ট্য দেশটিতে।

কয়লার বদলে গ্যাসের ব্যবহারকে অগ্রাধিকার দেওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীনে এলএনজি অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এসব অবকাঠামোর মধ্যে রয়েছে টার্মিনাল ও স্টোরেজ সুবিধা নির্মাণ, বিরাজমান স্থাপনাগুলোর সম্প্রসারণ এবং নতুন স্থাপনা নির্মাণ।

রহমান/শান্তা