আন্তর্জাতিক পুরস্কার পেলেন চীনা চিকিৎসাবিজ্ঞানী
2024-02-25 19:25:15

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: অঙ্গ প্রতিস্থাপন ও সেলুলার থেরাপিতে যুগান্তকারী গবেষণার জন্য চীনের বিজ্ঞানী হুয়াং সিয়াওচুন পেয়েছেন একটি সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার। অঙ্গ প্রতিস্থাপন ও লিউকেমিয়ার চিকিৎসায় বেইজিং প্রোটোকল নামে পরিচিত এক যুগান্তকারী আবিষ্কারের জন্য শুক্রবার তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষাবিদ এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ইনস্টিটিউটের পরিচালক হুয়াং চলতি বছরের টেন্ডেম মিটিংয়ে এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারটির নাম সেন্টার ফর ইন্টারন্যাশনাল ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সপ্লান্ট রিসার্চ ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড।

পুরস্কার প্রদানের এ সংগঠনটি মূলত রক্ত-সম্পর্কিত নানা রোগে আক্রান্তদের জীবনমান বিকাশে অনুপ্রেরণা যোগাতে কাজ করে।

আর তাই নিজের পুরস্কারপ্রাপ্তিকে চীনের হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপনের বিকাশে বড় প্রণোদনাও হিসেবে দেখছেন গবেষক হুয়াং সিয়াওচুন।

পুরস্কারের উপদেষ্টা কমিটির সভাপতি মাইকেল ভার্নেরিস বলেন, লিউকেমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হ্যাপ্লোডেন্টিক্যাল ট্রান্সপ্লান্টেশন চিকিৎসায় রোগীর তিন বছরের বেঁচে থাকার হার ২০ থেকে ৭০ ভাগ পর্যন্ত বেড়েছে হুয়াংয়ের বেইজিং প্রটোকলের মাধ্যমে।

ভার্নেরিস বলেন, বেইজিং প্রোটোকলের কৌশলটি চীনের ১৯০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্রে গৃহীত হয়েছে। এতে করে ২০২২ সালের চেয়ে এখন হ্যাপ্লোডেন্টিক্যাল ট্রান্সপ্লান্টেশনের সংখ্যা বেড়েছে ৬৫ শতাংশ। হুয়াংয়ের তৈরি প্রোটোকলটি দক্ষিণ কোরিয়া, ইতালি ও ফ্রান্সেও ব্যবহৃত হচ্ছে।

হুয়াং বলেন, তার এই পুরস্কার চীনে হেমাটোলজির উন্নয়নে আরও অবদান রাখতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে চীন ও বিশ্বের মধ্যে সহযোগিতার প্রচার করবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।