লণ্ঠন উৎসবে প্রাণের জোয়ার বেইজিংয়ে
2024-02-25 19:26:41

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: নানা ধরনের ঐতিহ্যবাহী উদযাপনে শনিবার চীনে হয়ে গেল লণ্ঠন উৎসব। এ সময় রাজধানী বেইজিং সেজেছিল বর্ণাঢ্য উৎসবের সাজে।

ফিংগু জেলায় বেইজিং-থিয়েনচিন ও হবেই অঞ্চল থেকে দুই হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন উত্তর চীনের জনপ্রিয় ইয়াংগা নৃত্য পরিবেশন করতে। হবেইর সিংলং কাউন্টির লোকনৃত্যও উপস্থাপন করেছেন তারা। এ সময় তারা বাজিয়েছেন থিয়েনচিনের একশ বছরের পুরনো ঐতিহ্যখ্যাত হুয়াশি ড্রাম। পাশাপাশি দেখিয়েছেন আরও কিছু ঐতিহ্যবাহী পরিবেশনা।

ফিংগু জেলার সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর উপপ্রধান তু শু জানালেন, এবারের লণ্ঠন উৎসবটি বেইজিং-থিয়েনচিন ও হবেইর লোক পরিবেশনার একটি সংমিশ্রণ। যা এই অঞ্চলের সাংস্কৃতিক একীভূতকরণকেই ইঙ্গিত করে।

এ দিন ঝলমলে সাজে সেজে ওঠে বেইজিংয়ের পার্কগুলো। লণ্ঠন উৎসবটি এবার ছুটির দিনে পড়ায় বেইজিংয়ের টেম্পল অব হেভেন, বেইহাই পার্ক এবং চিয়াংশান পার্ক ছিল দর্শকে পরিপূর্ণ।

দর্শনার্থীরা নানা ধরনের লোকজ ধাঁধায় সজ্জিত ফুল ও লণ্ঠন উপভোগ করেছেন। সেইসাথে তারা নিজেরাও তৈরি করেছেন লণ্ঠন, দেখেছেন পুতুলের ছায়া খেলা।

চীনা চান্দ্র নববর্ষের প্রথম মাসের ১৫তম দিনে পড়ে লণ্ঠন উৎসব। এর মাধ্যমেই মূলত চীনা নববর্ষ উদযাপনের সমাপ্তি ঘটে।

ফয়সল/শান্তা