থিয়েনচিনের ঐতিহ্যবাহী সড়ক ঘুরে দেখলেন ইউরোপীয় কূটনীতিকরা
2024-02-25 19:21:11

ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য ও পূর্ব ইউরোপীয় ১০টি দেশের কূটনীতিকরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে চীনের লণ্ঠন উৎসব উদযাপন ও প্রাচীন চীনা সংস্কৃতির অভিজ্ঞতার স্বাদ নিতে উত্তর চীনের থিয়েনচিন বন্দরের একটি প্রাচীন সড়ক ঘুরে দেখেছেন।

পুরনো প্যাভিলিয়ন এবং প্যাঁচানো অলিগলির মধ্যে শতাব্দী-প্রাচীন রাস্তাটিতে আছে পুরনো দিনের অনেক নামকরা ব্র্যান্ডের দোকান ও পুরনো বাড়িঘর।

ঐতিহ্যবাহী চীনা ওষুধ নিয়ে তৈরি একটি জাদুঘর পরিদর্শনে গিয়ে ওই ৩০ বিদেশি দেখেছেন নতুন যুগেও ঐতিহ্যবাহী চীনা ওষুধ কীভাবে বিকশিত হচ্ছে।

প্রতিনিধিদলে থাকা চীনে বুলগেরিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে তেহভ বলেন, শতাব্দী ধরে ঐতিহ্যগত চীনা ওষুধের বিকাশ বেশ আকর্ষণীয়। প্রক্রিয়াটি দেখে ইউরোপীয় প্রতিনিধিরাও উচ্ছ্বাস প্রকাশ করেন বলে জানান তিনি।

প্রতিনিধিরা এখানে চীনের শত বছরের পুরনো ইয়াংলিউছিং উডব্লক পেইন্টিং দেখেন, যা এখনকার তরুণ চীনাদের মধ্যেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

চীনে উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সাশকো নাসেভও প্রশংসা করে বলেন, এটি তার স্থানীয় সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা।

লণ্ঠন উৎসব চীনের দুই হাজার বছরেরও প্রাচীন ঐতিহ্য। চীনের ১৪০ কোটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি৷ প্রতি বছর প্রথম চান্দ্র মাসের ১৫তম দিনে এটি উদযাপিত হয়।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।