পরিবেশ ও ভোক্তা সুরক্ষায় আইনের খসড়া অনুমোদন চীনের রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে
2024-02-24 18:54:18

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে রাষ্ট্রীয় পরিষদের নির্বাহী কমিটির এক বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশ সংরক্ষণসহ বেশ কয়েকটি খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে।

এই বৈঠকে গতবছর জাতীয় গণকংগ্রেসের কর্মকর্তাদের পরামর্শ এবং গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্যদের দেওয়া বিভিন্ন প্রস্তাবের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

রাষ্ট্রীয় পরিষদের নির্বাহী কমিটির এ বৈঠক বেশ কিছু সরকারি নথি অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে উন্নত পেমেন্ট পরিষেবা, পানি সংরক্ষণের খসড়া আইন, পরিবেশ সংরক্ষণে বরাদ্দ এবং ভোক্তা অধিকার সুরক্ষা সংক্রান্ত খসড়া আইন।

পাশাপাশি বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং চীনে বিনিয়োগে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার মান বৃদ্ধির উপর জোর দেওয়া হয় এবং স্থানীয় ঋণের ঝুঁকি সর্বনিম্ন মাত্রায় নামিয়ে আনার কথা বলা হয়।

বৈঠকে জানানো হয়, গেল বছর রাষ্ট্রীয় পরিষদে জমা দেওয়া সব পরামর্শ ও প্রস্তাব বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়েছে। আর এসব সমস্যার সমাধানে ২ হাজারেরও বেশি নীতি ও পদক্ষেপ চালু করা হয়।

 

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া