নতুন যোগাযোগ প্রযুক্তি পরীক্ষামূলক উপগ্রহ উৎক্ষেপণ চীনের
2024-02-24 19:02:59

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের ওয়েনছাং মহাকাশযান লঞ্চ সাইট থেকে একটি যোগাযোগ-প্রযুক্তি পরীক্ষামূলক উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।

শুক্রবার বেইজিং সময় সন্ধ্যা সাড়ে ৭টায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি লং মার্চ ফাইভ- ওয়াই সেভেন ক্যারিয়ার রকেটে করে সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়,  স্যাটেলাইটটি মূলত মাল্টি-ব্যান্ড এবং উচ্চ-গতির যোগাযোগ-প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করা হবে। এটি লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৫শ’ ৯তম মিশন।

লং মার্চ-৫ হলো চীনের সর্ববৃহৎ নিম্ন-তাপমাত্রার পরিবহন রকেট। চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকেল টেকনোলজির তৈরি এ রকেটের একটি ‘কোর স্টেজ’ রয়েছে যার ব্যাস ৫ মিটার।

এটি দুটি ওয়াই এফ-৭৭ হাইড্রোজেন-অক্সিজেন ইঞ্জিন, আটটি ওয়াই এফ- ১০০ লিকুইড অক্সিজেন এবং কেরোসিন ইঞ্জিনের মাধ্যমে চালিত, যার টেকঅফ থ্রাস্ট বা উড্ডয়ন শুরুর ধাক্কা এক হাজার টনের বেশি।

রকেটের উপ-প্রধান নকশাকারী লৌ লুলিয়াং জানান, লং মার্চ-৫ ক্যারিয়ার রকেট চলতি বছরে চার থেকে পাঁচবার উৎক্ষেপণ হবে বলে আশা করা হচ্ছে, আর আগামী কয়েক বছর এমন ফ্রিকোয়েন্সি বজায় থাকবে।

 

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিজিটিএন