১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকেন্দ্র ঘোষণা
2024-02-24 19:01:03

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে চীন। সম্প্রতি দেশটির ১৮৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকার্যক্রম বাস্তবায়নের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে তথ্যপ্রযুক্তি, সাধারণ প্রযুক্তি এবং এ সম্পর্কিত অন্যান্য কোর্সের উপর নির্ভরশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা ও শিক্ষণ বিষয়ক সরঞ্জাম আরও সমৃদ্ধ করতে এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও নির্দেশনা অব্যাহত রাখতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্বাচিত এই ১৮৪ শিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পাঠ্যক্রম তৈরি, বিষয়গুলোর একীভূতকরণ, শিক্ষণ পদ্ধতির সংস্কার, ডিজিটাল শিক্ষাসম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি, শিক্ষকদের ডিজিটাল সাক্ষরতা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার মতো বিভিন্ন দায়িত্ব পালন করতে উৎসাহিত করা হবে।

 

শুভ/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি