৫ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় চীনা প্রেসিডেন্টের বক্তৃতার বই প্রকাশ
2024-02-24 18:57:45

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের বক্তৃতার সংকলন ‘সি চিনপিং: দ্য গভর্নেন্স অব চায়না’ বইয়ের চতুর্থ খণ্ড পাঁচটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বইটি মঙ্গোলিয়ান, তিব্বতি, উইগুর, কাজাক ও কোরিয়ান জাতিগোষ্ঠীর ভাষায় প্রকাশ করা হয়।

চীনের এথনিক পাবলিশিং হাউস থেকে এটি প্রকাশিত হয়। পর্বতীতে এটি দেশব্যাপী বিতরণ করা হয়। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১০ মে পর্যন্ত প্রেসিডেন্ট সি’র ১০৯টি গুরুত্বপূর্ণ বক্তব্য ও লিখিত অংশ থেকে তথ্য সংগ্রহ করে চতুর্থ খণ্ডটি প্রকাশ করা হয়।

এছাড়াও, ২০২০ সালের জানুয়ারি থেকে তোলা ৪৫টি ছবি এই বইয়ে যুক্ত করার পাশাপাশি বইটিকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ২১টি অধ্যায়ে ভাগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় প্রকাশের ফলে এ বইটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী অঞ্চলের কর্মকর্তা এবং নাগরিকরা ‘নতুন যুগের চীনা বৈশিষ্ট্যের সঙ্গে সমাজতন্ত্রের উপর সি চিনপিংয়ের চিন্তাধারার’ সর্বশেষ বিকাশকে আরও ভালভাবে বুঝতে পারবে।

 

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি