সরঞ্জামের মানোন্নয়নের উপর গুরুত্বারোপ চীনা প্রেসিডেন্টের
2024-02-24 18:55:24

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে উচ্চমানের প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য পণ্যের ব্যবহার বাড়াতে দেশটি যে সর্বশেষ উদ্যোগ নিয়েছে, তাতে সরঞ্জামের মানোন্নয়ন এবং ভোগ্যপণ্য প্রতিস্থাপনকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

শুক্রবার আর্থিক ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত কেন্দ্রীয় কমিশনের এক সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট সি কার্যকরভাবে লজিস্টিকের খরচ কমাতে, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং অর্থনৈতিক দক্ষতা উন্নত করতে প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেখা যায়, ২০২৩ সালে চীনে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রি তার আগের বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ১৫ ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ ৬ দশমিক ৫৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে এ পৌঁছায়, যা ক্রয়ের ক্ষেত্রে নাগরিকদের ক্রমবর্ধমান প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত।

সরকারি তথ্যে আরও দেখা যায়, ২০২৩ সালে চীনে ৩ বিলিয়নেরও বেশি গৃহস্থালী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।

 

- রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি