১ হাজার কোটি ইউয়ান ছাড়ালো চীনের বক্স অফিসের আয়
2024-02-24 19:02:06

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বসন্ত উৎসবের দ্বিতীয় সপ্তাহে এসে বক্স অফিসের আয় ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

গত শুক্রবার রাত ১০টা ২৭ মিনিটে পর্যন্ত সংগৃহীত পরিসংখ্যানে আয়ের এই অঙ্ক পাওয়া গেছে। এই ষষ্ঠ বারের মতো চীনের চলচ্চিত্র ইতিহাসে এক মাসের বক্স অফিস আয় ১ হাজার কোটি ইউয়ান অতিক্রম করার ঘটনা ঘটলো।

চীনা টপ চার্টের শীর্ষে থাকা আলোচিত তিনটি চলচ্চিত্র ‘ইউ অনলি লিভ ওয়ানস (ইয়লো)’, ‘পেগাসাস ২’ এবং ‘আর্টিকেল ২০’ এই বসন্ত উৎসবের ছুটির প্রথম দিন গত ১০ ফেব্রুয়ারি চীনজুড়ে মুক্তি পেয়েছিলো।

বক্স অফিস ট্র্যাকার ডেংটা ডাটার দেওয়া তথ্যে দেখা যায়, এই সিনেমাগুলো এখনো চার্টে তাদের অবস্থান ধরে রেখেছে।

‘ইউ অনলই লিভ ওয়ানস (ইয়লো)’ সিনেমাটি বাবা-মার সাথে বসবাস করা ৩০ বছর বয়সী এক কর্মহীন মহিলার চরিত্রকে কেন্দ্র করে, যার জীবন নাটকীয় মোড় নেয় এক বক্সিং কোচের সাথে পরিচয় হবার পর। এই কমেডি চলচ্চিত্রটি বক্স অফিস থেকে সংগ্রহ করেছে ৩১৬ কোটি ইউয়ানেরও বেশি (প্রায় ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার)।

স্পোর্টস কমেডি ড্রামা ‘পেগাসাস ২’ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বক্স অফিস থেকে ২৮৮ কোটি ইউয়ান (প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার) ঘরে তুলে দ্বিতীয় স্থানে রয়েছে৷

প্রায় ১৮৬ কোটি ইউয়ান (প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার) আয় করে চীনের বক্স অফিসে তৃতীয় স্থান দখল করে আছে মাস্টার ফিল্ম মেকার চাং ইয়িমৌ’র রিয়েলিস্টিক ড্রামা কমেডি ‘আর্টিকেল ২০’।

প্রতিবছরের মতো এবছরেও চীনের বসন্ত উৎসব বাসন্তি সুবাতাস বয়ে এনেছে চীনের চলচ্চিত্র শিল্প এবং সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে।

- রাসু/রহমান