আধুনিকায়নের এক ভিন্ন পথে এগুচ্ছে চীন
2024-02-24 18:56:32

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতির উন্নয়ন ও গতিধারা দেখে একজন ব্রিটিশ পণ্ডিত মন্তব্য করেছেন, পশ্চিমা আধুনিকায়ন থেকে চীনা আধুনিকায়নের পার্থক্য হলো এটি জনকেন্দ্রিক এবং এতে শুধু বস্তুগত লাভের জনগণের স্বার্থ ও নেতৃত্বে তাদের ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএনের এক অনুষ্ঠানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আর্ন্তজাতিক অধ্যয়ন বিভাগের সাবেক জ্যেষ্ঠ ফেলো মার্টিন জ্যাকস বলেন, “চীন আধুনিকায়নের এক ভিন্ন পথ খুঁজে চলেছে।”

চীনের আধুনিকায়ন কেমন হতে চলেছে? এটা কি পশ্চিমাদের মতো নাকি অন্যরকম কিছু? এসব বিষয়ে তিনি বলেন, “এটা স্পষ্টতই চীন একেবারে ভিন্ন কিছুর সম্ভাবনাকে অন্বেষণ করছে। এটা সংকীর্ণ বস্তুগত লাভের জন্য নয়, বরং তারা ভাবছে এটা জনকেন্দ্রিক, জনস্বার্থ কেন্দ্রীক হওয়া দরকার। এ আধুনিকায়ন নিজেদের জীবন নিয়ন্ত্রণে এবং সমাজকে অন্যভাবে চালনা করায় ভূমিকা রাখতে জনগণকে সুযোগ করে দেওয়ার কথা বলে।”

জ্যাকস ১৯৯৩ সালে তার চীনে প্রথম সফরের পর থেকে গত তিন দশকেরও বেশি সময় ধরে তিনি চীনের উন্নয়ন পর্যবেক্ষণ করছেন।

উচ্চগতির প্রবৃদ্ধি থেকে চীনের অর্থনীতির স্থিতিশীল উচ্চমানের প্রবৃদ্ধির পথে যাত্রা পর্যবেক্ষণ করে তিনি দেশটির প্রসারমাণ ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবনী নতুন উদ্যোগ এবং সবুজ ও স্বল্প-কার্বণ নিঃসরণকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসাবে চিহ্নিত করেন, যা নতুন যুগে উন্নয়নের উচ্চ মাত্রার ইঙ্গিত দেয়।

 

- রাসেল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি