প্রথমবারের মতো এআই-জেনারেটেড অ্যানিমেটেড সিরিজ চালু
2024-02-24 18:59:58

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: টেক্সট-টু-ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের মাধ্যমে তৈরি চীনের প্রথম অ্যানিমেটেড সিরিজ চালু করেছে দেশটির সবচেয়ে বড় রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। 

শুক্রবার বেইজিংয়ে একটি এআই স্টুডিওর উন্মোচন অনুষ্ঠানে সিএমজির প্রেসিডেন্ট শেন হাইসিয়ং এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক তাই ছিয়ংহাই এই সিরিজের উদ্বোধন করেন। 

চীনের ঐতিহ্যগত সংস্কৃতি এবং নান্দনিকতা উপস্থাপনের লক্ষ্যে এআই প্রযুক্তির মাধ্যমে এই সিরিজটি নির্মাণ করা হয়েছে। সিরিজটি দুই শতাধিক ক্লাসিক চীনা কবিতা-ভিত্তিক প্রাচীন গল্পের একটি সংগ্রহ, যা চীনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে।

এআই-জেনারেটেড কন্টেটের মূল প্রযুক্তি নিয়ে গবেষণা এবং উদ্ভাবনী অ্যাপ্লিকেশনকে উত্সাহিত করার জন্য সিএমজি এআই স্টুডিও উন্মোচন করে, যাতে উদ্ভাবনী অডিও-ভিজ্যুয়াল প্রোগ্রামগুলোর জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা যায়।

শাংহাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির সহকারী পরিচালক ওয়াং ইয়ানফেং জানান, কাউন্টির প্রধান চাহিদার প্রেক্ষাপটে সিএমজি নতুন উৎপাদনশীল শক্তি বিকাশের জন্য অভিনব এআই প্রযুক্তি প্রয়োগ করেছে।

সিরিজটি সোমবার একযোগে CCTV-1, yangshipin.cn এবং www.cctv.com-এ প্রচারিত হওয়ার কথা রয়েছে।

 

ঐশী/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি