‘এক-চীন নীতি সার্বিয়ার ভবিষ্যৎ রাজনীতি’
2024-02-24 18:58:50

ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: সার্বিয়ার জনগণ এক-চীন নীতি সমর্থন করে এবং এটিই সার্বিয়ার ভবিষ্যৎ রাজনীতির নিয়ামক হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ।

সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশনকে (সিসিটিভি) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকার গ্রহণকালে চীনের তাইওয়ান নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ভুচিচ জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের অঞ্চল এবং সার্বিয়া এক-চীন নীতির প্রতি দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, “তাইওয়ান হলো চীনের ভূখণ্ড। আপনাদের উপর নির্ভর করবে আপনি কখন, কীভাবে, কী করতে যাচ্ছেন, তা আপনাদের নিজস্ব বিষয়। আমরা এক-চীন নীতি জানি। সার্বিয়ারও নীতি, রাজনীতি এবং ভবিষ্যতে আমাদের রাজনীতি হবে এটি। তাইওয়ান আপনার অঞ্চল, আপনার জনগণ এবং আপনার সার্বভৌম জাতি, আপনারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনারা সবসময় সার্বিয়ার জনগণের সমর্থন পাবেন।”

 

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি