শান্তিতে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে মিউনিখে: শেখ হাসিনা
2024-02-23 19:28:04

ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা: বিশ্বের দরবারে শান্তি, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অঙ্গীকার বলিষ্ঠরূপে প্রতিফলিত হয়েছে সম্প্রতি শেষ হওয়া মিউনিখ সম্মেলনে। এমনটা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার রাজধানী ঢাকার গণভবনে এক সংবাদ সম্মেলনে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। 

বড় শক্তির দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক সংঘাত, অর্থনৈতিক, নিউক্লিয়ার, খাদ্য, জলবায়ু, তথ্য ও পানি নিরাপত্তার পাশাপাশি সরবরাহ চেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও এবারের ফোরামে আলোচনা হয় বলে জানান তিনি।

জার্মানির মিউনিখে ১৬ ফেব্রুয়ারি জলবায়ু সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেলে অংশ নেন শেখ হাসিনা। তাতে উদ্বোধনী বক্তব্যও রাখেন তিনি। সেখানে গাজা ও বিশ্বের অন্যান্য প্রান্তে চলমান যুদ্ধ ও অমানবিক হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানান শেখ হাসিনা। 

শেখ হাসিনা তার ভাষণে বলেন, মিউনিখ সম্মেলনে কাতার, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইউক্রেন, যুক্তরাজ্য, জার্মানিসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে আলাপ হয় তার।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন কৃষিপণ্যে বাণিজ্য সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ইউক্রেন-রাশিয়া সংঘাতের দ্রুত সমাধানের কার্যকর উপায় খুঁজতে জেলেনস্কিকে অনুরোধ করার কথাও জানান শেখ হাসিনা।

ফয়সল/শান্তা