ভবিষ্যতের আরভি আনছে চীনের দুই প্রতিষ্ঠান
2024-02-23 17:34:07

ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ভবিষ্যতের রিক্রিয়েশনাল ভেহিক্যাল তথা আরভি তৈরিতে চীনের খুদে হোটেল নির্মাতা প্রতিষ্ঠান ওয়েইসুর সঙ্গে জোট বেঁধেছে দেশটির শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়েই। দুটি প্রতিষ্ঠান মিলে অচিরেই নিয়ে আসতে যাচ্ছে আরও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আরভি গাড়ি। 

বুদ্ধিমান প্রযুক্তিসম্পন্ন এ আরভিতে থাকবে নানা হাই-টেক বৈশিষ্ট্য। এটি পরিচালিত হবে হুয়াওয়েইর তৈরি হারমোনি ও এস-৪ অপারেটিং সিস্টেমে। বুদ্ধিমান এ আরভিতে বসবাসকারীদের হাতে থাকবে অন্দরমহলের সমস্ত নিয়ন্ত্রণ।  

ওয়েইসুর প্রতিষ্ঠাতা ওয়াং শুয়াইবিন জানালেন, গাড়ির জন্য হুয়াওয়েই যে প্রযুক্তি তৈরি করেছে সেটার সঙ্গে ওয়েইসুর মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের সমন্বয়ে এই স্মার্ট ঘরের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যাবে দূর থেকেই। 

এ ছাড়া, এ ঘরটির বিদ্যুতের যোগান আসছে সৌরশক্তি থেকে। চার্জ হওয়ার সময় গাড়িটির ছাদ থেকে ডানা মেলে দেয় সোলার প্যানেল।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।