চীনে চাংচৌ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ইউনিটের নির্মাণকাজ শুরু
2024-02-23 17:31:20

ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ফুচিয়ান প্রদেশের চাংচৌ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার কনক্রিট ঢালাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্লান্টটির ৩ নম্বর ইউনিটের কাজ।


এ কেন্দ্রে ব্যবহার করা হবে চীনের তৈরি হুয়ালং-ওয়ান নামের তৃতীয় প্রজন্মের নিউক্লিয়ার রিয়েক্টর। বিশ্বে এ ধরনের নিউক্লিয়ার পাওয়ার মডেলগুলোর মধ্যে চীনের তৈরি এ রিয়েক্টরটি আছে প্রথম সারিতে।

চাংচৌ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপে তৈরি হবে ৩ ও ৪ নং ইউনিট। পরের ইউনিটের কাজ এই বছরের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা রয়েছে। 


প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে এ দুটি ইউনিট যথাক্রমে ২০২৮ ও ২০২৯ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে।


চীনের জাতীয় নিউক্লিয়ার করপোরেশনের অধীনে থাকা চাংচৌ এনার্জি কোম্পানির ব্যবস্থাপক চৌউ তেলিন জানান, প্রথম ধাপের নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই দ্বিতীয় ধাপের নকশা করা হয়েছে। এখন পর্যন্ত এ প্লান্টের নকশার উন্নয়নে আনা হয়েছে ৩০টি পরিবর্তন। আর এ কাজে নিরাপত্তা ও প্রযুক্তিগত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।


চাংচৌ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি ছয়টি ইউনিটের সমন্বয়ে তৈরি হবে। যার প্রতিটির উৎপাদন ক্ষমতা হবে ১০ লাখ কিলোওয়াট। মোট ক্ষমতা হবে ৭২ লাখ কিলোওয়াট পর্যন্ত। চালু হওয়ার পর বছরে এ কেন্দ্রের উৎপাদন দাঁড়াবে ৫৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।


ফয়সল/শান্তা


তথ্য ও ছবি: সিসিটিভি।