হলুদ ফুলের মৌসুম
2024-02-23 18:05:53

ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনে বসন্তকালে হলুদ তৈলবীজ উৎপাদনকারী কোলে ফুলের মৌসুম শুরু হয়েছে। সরিষাজাতীয় এই ফুলের উজ্জ্বল সৌন্দর্য গ্রামীণ পর্যটনকে চাঙ্গা করার অন্যতম প্রধান উপাদান। 

এই সময়ে কোলে ফুলের মাঠে ছবি তোলার জন্য অনেক পর্যটক আসেন। এ সময় ফুলের মাঠের ভিতর দিয়ে যাবার জন্য বিশেষ টুরিস্ট ট্রেনেরও ব্যবস্থা থাকে। কোন কোন অঞ্চলে এই ফুলকে কেন্দ্র করে মেলা বসে। সেখানে এই ফুল থেকে আহরণ করা মধু এবং অন্যান্য সামগ্রী বিক্রি হয়। 

দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের লুওপিং কাউন্টির বিস্তৃত এলাকা জুড়ে ফুটেছে কোলে ফুল। সেই ফুলের সৌন্দর্য ধরা পড়েছে আলোকচিত্রীর ক্যামেরায়। 

শান্তা/রহমান