ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে ইসরায়েলের পার্লামেন্টে প্রস্তাব পাস
2024-02-22 14:22:24

ফেব্রুয়ারি ২২: ফিলিস্তিনিদের সঙ্গে চিরস্থায়ী ‘দুই রাষ্ট্র নীতি বাস্তবায়ন এবং একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টির দৃঢ় বিরোধিতা করেছে ইসরায়েলের পার্লামেন্ট। গতকাল (বুধবার) এ বিষয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব ৯৯- ৯ ভোটে পাস হয়।

পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘর্ষ কেবল দু’পক্ষের শর্তহীন সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করবে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তারপর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলে তা হবে সন্ত্রাসবাদের জন্য বড় পুরস্কার। এটি দু’পক্ষের সংঘর্ষ বন্ধ করার ক্ষেত্রে বাধা হবে।

 

বিবৃতির প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যদেশ হবার যোগ্যতা লাভ এবং অন্যদেশের স্বীকৃতি পাওয়ার জন্য ইসরাইলের অনুমোদন লাগবে না।

(সুবর্ণা/হাশিম/শুয়ে ফেই ফেই)