দুর্নীতিবিরোধী সহযোগিতার প্রচারে আন্তর্জাতিক একাডেমি হংকংয়ে
2024-02-22 21:30:00

ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: হংকং ইন্টারন্যাশনাল একাডেমি এগেইনস্ট করাপশন নামের একটি দুর্নীতিবিরোধী একাডেমি গড়ে তোলা উপলক্ষ্যে গত বুধবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশন আইসিএসি একটি অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ একাডেমির লক্ষ্য হলো দুর্নীতি দমনের প্রশিক্ষণে নেতৃত্ব দেওয়া এবং হংকংকে আন্তর্জাতিকভাবে দুর্নীতিবিরোধী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী জন লি বলেছেন, হংকংয়ের অব্যাহত সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং জাতীয় উন্নয়নে হংকংয়ের অবদান উপলব্ধি করতে সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

লি বলেন, নতুন এ একাডেমি হংকংয়ের সামাজিক স্থিতিশীলতা বজায় রাখবে। তিনি আরও বলেন, হংকং যে সততা ও আইনের শাসনকে মূল্য দেয় সেটা প্রচারের পাশাপাশি দুর্নীতিবিরোধী কেন্দ্র হিসেবে হংকংয়ের মর্যাদাও বাড়াবে এটি।

আইসিএসি কমিশনার উ ইং মিং বলেন, বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের নিয়োজিত পেশাদারদের  প্রশিক্ষণ দেবে এই একাডেমি। 

একাডেমির উদ্বোধনী কোর্স হিসেবে, জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত অফিসের সহযোগিতায়, ‘আর্থিক তদন্ত এবং সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত পেশাগত উন্নয়ন কর্মসূচি’ নামের একটি প্রকল্পের সহ-হোস্টিংয়ের দায়িত্ব পালন করছে এই একাডেমি।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।