চীনে জনপ্রিয়তা পেয়েছে পোষা প্রাণীর হোটেল
2024-02-22 21:22:24


ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে এখন পোষা প্রাণীর হোটেল খুব জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বসন্ত উৎসবের ছুটিতে শহরের বাইরে বেড়াতে গেলে পোষা প্রাণীকে নিরাপদে ও যত্নে রাখার জন্য অনেকেই বেছে নিচ্ছেন হোটেল। বাজার গবেষক ইউরোমনিটর ইন্টারন্যাশনাল এবং এশিয়া পেট অ্যালায়েন্স যৌথভাবে চীনের পেট ইন্ডাস্ট্রি বা পোষা প্রাণীর বাজারের উপর বার্ষিক প্রতিবেদনে সম্প্রতি জানায় ২০২৩ সালে চীনে পোষাপ্রাণীর সংখ্যা ২০০ মিলিয়ন ছাড়িয়েছে। 

একই বছর পোষা প্রাণীর বাজারের আকার দাঁড়িয়েছে ২৫০ বিলিয়ন ইউয়ান। 

গত তিন বছরে বেইজিংয়েই নতুন অনেক পেট-হোটেল বা পোষা প্রাণীর হোটেল ব্যবসা জমিয়ে তুলেছে। কাজ বা বেড়ানো উপলক্ষ্যে কয়েক দিনের জন্য বাসস্থানের বাইরে যেতে হলে এই হোটেলে পোষা প্রাণীকে রেখে যান মালিকরা। সরীসৃপ ও মাছের চেয়ে অনেক বেশি জায়গা লাগে কুকুর ও বিড়ালের মতো বড় প্রাণীর ক্ষেত্রে। তাদের যত্নের ধরনও ভিন্ন। 

বেইজিংয়ের ফ্যংথাই জেলার ফাংচুয়াং পাড়ার মাওথুওথুও হোটেলের মালিক ওয়াং ছান জানান তার কোম্পানির পাঁচটি আলাদা ভেন্যুতে শুধুমাত্র বিড়ালের জন্যই হোটেল আছে। ফাংচুয়াং পাড়ার এই হোটেলটিতেই আছে বিভিন্ন আকারের ২৯টি কক্ষ। একটি বিড়ালের দৈনিক পরিচর্যার ভাড়া ৩৯ থেকে ১৭৯ ইউয়ান। 

শান্তা/ফয়সল