চীনে নববর্ষের পর প্রথম প্রাদেশিক প্রশাসনের বৈঠকে উদ্ভাবনে জোর
2024-02-22 21:20:12

ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসবের ছুটির পর চীনের বিভিন্ন প্রদেশ ও শহরের প্রশাসন ‘চান্দ্র নববর্ষের প্রথম মিটিং’ করেছে। সম্প্রতি বেইজিংসহ আরও কিছু প্রদেশে হয় এ বৈঠক। 

বেইজিংয় প্রশাসনের বৈঠকে জোর দেওয়া হয়েছে উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর। একটি আধুনিক শিল্পব্যবস্থা তৈরিতে প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেওয়া হয় বৈঠকে। বিশেষ করে ইন্টিগ্রেটেড সার্কিট তথা আইসি, বায়োমেডিসিন, কোয়ান্টাম তথ্য ও রোবটিক্সকে উৎপাদনশীলতা ও গুণগত মান বাড়ানোর কৌশলগত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হ্যনান প্রদেশের প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয় উদ্ভাবনকে ঘিরে। সেখানে শিল্প-কারখানার সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণার সমন্বিতকরণে জোর দেওয়া হয়। 

একইভাবে, সিচুয়ান প্রদেশের প্রথম বৈঠকটি হয় উৎপাদন শিল্পে বুদ্ধিমান প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের উন্নতি নিয়ে। চেচিয়াংয়ের বৈঠকেও উদ্ভাবন ছিল আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন চালিকাশক্তির বিকাশেও চেচিয়াং বদ্ধপরিকর। 

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।